প্রকাশ্যে চিনি ছবির ট্রেলার
মুক্তি পেল চিনি ছবির ট্রেলার। চলতি বছরের শেষদিকে ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবিটির পরিচালনা করছেন মৈনাক ভৌমিক। টাইগার শ্রফের সিক্স প্যাকে মুগ্ধ, ডিস্কোয় উদ্দাম নাচা বাঙালি মা এবং মাকে শাসন করা মেয়ের কাহিনি তুলে ধরেছেন তিনি। তবে বাহ্যিক হাস্যরসের মোড়কে লুকিয়ে রয়েছে ভিন্ন কাহিনি। শনিবারই মুক্তি পেল ছবির ট্রেলার। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য এবং মধুমিতা সরকার। আরও পড়ুন ঃ প্রয়াত অভিনেতা মনু মুখোপাধ্যায় এছাড়াও ছবিতে অভিনয় করছেন সৌরভ দাস। বাঙালি মা মানে এখনও অনেকের কাছে পুজোর ফুল মাথায় ঠেকানো, মুখের কাছে খাবার তুলে দেওয়া, বাইরে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে দই-চিনি খাইয়ে দেওয়া মূর্তি। কিন্তু অধিকাংশ সময় সন্তানেরা ভুলে যায় বা যান, এই মূর্তিও রক্তমাংসে গড়া একটা মানুষ। তাঁরও ইচ্ছে-অনিচ্ছে, ভয়, রাগ, দুঃখ-সুখের মতো আবেগ রয়েছে। সেই কাহিনিই যেন নিজের নতুন ছবিতে তুলে ধরেছেন মৈনাক। পাশাপাশি দেখিয়েছেন ঘরোয়া হিংসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও।